Top 10 Ideas to Increase Android Battery Life 2025 In Bangla

How To Increase Android Battery Life
Picture: Gemni AI



বর্তমান সময়ে আমাদের প্রায় সব কাজই স্মার্টফোনের মাধ্যমে হয়, যেমনঃ অনলাইন ক্লাস, অফিসের কাজ, ইউটিউব, গেম, সোশ্যাল মিডিয়া ইত্যাদি। কিন্তু যতই ভালো ফোন ব্যবহার করি না কেন, ব্যাটারি লাইফ নিয়ে চিন্তা থেকেই যায়।
তাই আজকের পোস্ট এ আমরা কথা বলবো Top 10 Ideas to Increase Android Battery Life নিয়ে যা আমি নিজে ব্যবহার করি এবং সত্যিই কাজ করে। 
আমি Rafi Intisar Ridoy আছি আপনাদের সাথে চলুন দেখে নিই কিভাবে আমরা Android Battery Life Increase করতে পারি। 

১. স্ক্রিন ব্রাইটনেস কম রাখতে হবেঃ

অনেকেই ফোনের ব্রাইটনেস সবসময় বেশি রাখেন, যা ব্যাটারি খরচের সবচেয়ে বড় কারণ হতে পারে। অনেকেই এই কারণটাকে গুরুত্বপূর্ন মনে করে না কিন্তু এটা একটা বড় কারণ।  Auto Brightness বন্ধ করে নিজের মতো করে কম ব্রাইটনেস রাখলে দিনে প্রায় ১৫–২০% ব্যাটারি সেভ করা যায়।

২. Always-On Display বন্ধ রাখতে হবেঃ

যদি আপনার ফোনে Always-On Display সবসময় চালু থাকে তাহলে সেটি অফ করে দেন কারণ এটি সবসময় স্ক্রিনের কিছু অংশ চালু রাখে,যার কারণে ব্যাটারির চার্জ এমনিতেই নষ্ট হয়ে যায়। ব্যাটারির ড্রেইন কমাতে এই অপশনটি হতে পারে অনেক কাজের।

৩.অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করতে হবেঃ

অনেক অ্যাপ ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, যার কারণে অযথাই ব্যাটারির চার্জ পড়তে থাকে যা আমরা লক্ষ্য করি না। তাই Settings > Battery > Background Usage এ গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপগুলোর ব্যাকগ্রাউন্ড ডাটা এবং ব্যাকগ্রাউন্ড ইউসেজ বন্ধ করে দিন।

৪. অপ্রয়োজনীয় কানেকশন বন্ধ রাখতে হবেঃ

বিনা কারণে Bluetooth, WiFi, NFC, Location – এগুলো সবসময় চালু রাখার দরকার নেই। যখন দরকার পড়বে তখন চালু করে এই ফিচারগুলো ব্যাবহার করবেন তারপর আবার বন্ধ করে দিবেন। এতে করে ব্যাটারি লাইফ অনেক বেড়ে যাবে।

৫. Battery Saver Mode ব্যবহার করুনঃ

যদি দ্যাখেন যে বিনা কারণেই ব্যাটারির চার্জ পড়ে যাচ্ছে তারমানে বুঝতে হবে এখনো আপনার ফোনে কোনো অ্যাপ বা অন্যকিছু ব্যাকগ্রাউন্ডে চালু আছে। তাই Battery Saver বা Power Saving Mode চালু করে দিবেন, এতে ইনস্ট্যান্ট আপনার ফোন ব্যাটারির চার্জ সেভ করা শুরু করে দিবে। কারণ এটা অন করলে ফোনের প্রসেসর কিছুটা সীমাবদ্ধ হয়, ব্যাকগ্রাউন্ড অ্যাপ কম চলে এবং ব্যাটারি সময় অনেকটা বেড়ে যায়।

৬. Dark Mode ব্যবহার করতে হবেঃ

যদি আপনার ফোনে AMOLED ডিসপ্লে থাকে, তাহলে Dark Mode ব্যবহার করতে হবে এতে ব্যাটারি খরচ কম হয়। কারণ AMOLED স্ক্রিনে কালো অংশগুলো আসলে আলাদা আলাদা করে লাইট জ্বালায় না।

৭. অপ্রয়োজনীয় Widget এবং Animation বন্ধ করুনঃ

ব্যাটারির খরচ বাড়াতে Live Walpaper, Widget এবং Animation অনেক বড় ভূমিকা রাখে। আসলে অনেক ইউজার-ই এইগুলো না বুঝে শুধু ফোনের লুক চেঞ্জ করার জন্য এইগুলো অন করে রাখে আসলে যা প্রচুর ব্যাটারি চার্জ ড্রেইন করে। তাই একটু মিনিমাল লুক রাখুন এতে শুধু ব্যাটারি নয়, ফোনও দ্রুত চলে।

৮. সবসময় Original Charger ব্যবহার করুনঃ

সবসময় ফোনের Original Charger ব্যবহার করুন। Local বা Duplicate চার্জার ব্যাটারির health নষ্ট করে এবং লং টার্মে ব্যাটারি ব্যাকআপ কমিয়ে দেয়।  এইটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা সবসময় মাথায় রাখতে হবে।

৯. নিয়মিত Software Update দিতে হবেঃ

ফোনের সফটওয়্যার আপডেটে অনেক সময় Battery Optimization ফিক্স থাকে। তাই আপডেট আসলে দেরি না করে ইন্সটল করে নিবেন সবসময়। কিন্তু খেয়াল রাখবেন সফটওয়্যার আপডেটের সময় যেনো ফোনের ব্যাটারিতে পর্যাপ্ত পরিমানে চার্জ থাকে নাহলে আপডেটের সময় সমস্যা হতে পারে।

১০. ফোন ঠান্ডা রাখুনঃ

ফোন অতিরিক্ত গরম হলে ব্যাটারির চার্জ দ্রুত কমে যা‍য় সাথে ব্যাটারি হেলথ এরও অনেক ক্ষতি হয়ে যায়। তাই গেম খেলার সময় বা চার্জ দেওয়ার সময় ফোন রেখে দিন, এতে ফোন ঠান্ডা হওয়ার সময় পাবে। চেষ্টা করবেন সরাসরি রোদে ফোন ব্যবহার না করতে।

রাফি টেকনোলোজী স্পেশাল টিপসঃ

যদি আপনার ফোনে “Adaptive Battery” বা “Optimized Charging” অপশন থাকে,তাহিলে সেটি চালু করে রাখুন। এতে আপনার ফোন অটোমেটিক ভাবে ব্যাটারি হেলথ এর জন্য যা ভালো সেটা করে। 

পোস্ট শেষে কিছু কথাঃ

মনে রাখবেন ব্যাটারি লাইফ বাড়ানো মানে শুধু চার্জ সেভ করা নয়, বরং ফোনের যত্ন নেওয়া। এই ১০টি টিপস অনুসরণ করলে আপনি সহজেই ফোনের ব্যাটারি ব্যাকআপ ২০–৩০% পর্যন্ত বাড়াতে পারবেন।আমি নিজে এই নিয়মগুলো অনুসরণ করি এবং ভালো রেজাল্ট পাই। 

তাহলে এখনই চেষ্টা করে দেখুনঃ 
আর জানাবেন কোন টিপসটা আপনার জন্য সবচেয়ে কাজ করেছে।

লেখক: Rafi Intisar Ridoy
সূত্র: ব্যক্তিগত অভিজ্ঞতা ও অফিসিয়াল Android ব্যাটারি অপ্টিমাইজেশন গাইড।