Android Gaming Performance Boost Without Root 2025 - Bangla Guide

Android Gaming Performance Boost Without Root 2025 - Bangla Guide
Picture: Gemini AI


বর্তমান সময়ে পিসি গেমিং এর চেয়ে মোবাইলে গেমিং করা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু অনেক সময় দেখি, আমদের কাছে ভালো ফোন থাকা সত্ত্বেও যেকোনো গেম খেলার সময় ফোন ল্যাগ করে, হ্যাং করে বা ফ্রেম ড্রপ দেয়। অনেকেই ভাবে “Root করে মোবাইল কাস্টমাইজেশন করলেই গেম ফাস্ট হয়ে যায়”— কিন্তু এটা ভুল ধারণা।

আজকের এই পোস্টে আমরা জানব, কীভাবে Root ছাড়াই আপনার Android ফোনে গেম পারফরম্যান্স বাড়াতে পারবেন একদম সহজ কিছু টিপসের মাধ্যমে।

চলুন শুরু করিঃ 

Background App গুলো বন্ধ রাখতে হবে

সব থেকে ভালো হয় যদি আপনি গেম খেলার সময় ব্যাকগ্রাউন্ড অ্যাপ গুলো বন্ধ করে রাখেন কারণ আপনার ফোনে যত বেশি ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চলবে, তত বেশি RAM ও CPU ব্যবহার হবে। ফলে গেমে প্রচুর ল্যাগ দিতে পারে।

সমাধান:
গেম খেলার আগে অবশ্যই ফোনের Recent Apps থেকে সকল অ্যাপ বন্ধ করে দিবেন অথবা আপনার ফোনের “Device care” থেকে→ “Memory” তে যাবেন →তারপর “Clean now” ফিচার টি ব্যাবহার করবেন তাহলে আপনার ফোন অটো অপ্টিমাইজড হয়ে যাবে।

Game Booster ব্যবহার করুনঃ

এখন প্রায় অধিকাংশ Android ফোনেই Game Booster বা Game Turbo নামে একটি ফিচার থাকে। এগুলো আসলে গেম চলাকালীন ফোনের সকল অপ্রয়োজনীয় অ্যাপ গুলো  বন্ধ করে দেয় এবং CPU performance বাড়িয়ে দেয়।

Samsung, Xiaomi, Vivo, Realme— সবারই নিজস্ব গেম বুস্টার অ্যাপ আছে।
যদি না থাকে, তবে “Game Booster: Faster Play” নামে অ্যাপ Play Store থেকে ডাওনলোড করে নিতে পারেন।

ফোন ঠান্ডা রাখুনঃ

গেম খেলার সময় ফোন বেশি গরম হলে performance কমে যায় এবং একে বলে thermal throttling।
তাই গেম খেলার সময় ফোনের কভার খুলে নিন, এবং গরম জায়গায় বসে গেম খেলবেন না।
চেষ্টা করুন Battery Saver Off রেখে গেম খেলতে — এতে CPU ফুল পারফরম্যান্স দিতে পারবে। 

Cache ফাইল ক্লিন করুনঃ

প্রতিদিন সময়মতো ফোনের Cache পরিষ্কার না করলে সিস্টেম স্লো হওয়ার সম্ভাবনা থাকে।“Files by Google” বা “CCleaner” এর মতো অ্যাপ দিয়ে ফোনের Cache & Junk files ক্লিন করে নিন। এতে গেম লোডিং স্পিড বেড়ে যাবে। 

Lightweight Launcher ব্যবহার করুনঃ

আমরা অনেক সময় ভারী Launcher যেমনঃ Nova, Microsoft Launcher এর মতো লাঞ্চার ব্যবহার করি যা অনেক রিসোর্স খায়। তাই আপনারা “Niagara Launcher” বা “Smart Launcher 6” ব্যবহার করতে পারেন, যা অনেক কম RAM ব্যবহার করে এবং গেম চলতে সুবিধা হয়। 

Game Update ও System Update নিয়মিত দিনঃ

এখন ফোন কম্পানীগুলো একে অপরের সাথে পাল্লা দিয়ে চলে তাই তারা তাদের ব্র্যান্ডের ফোনে নতুন আপডেটের সাথে অনেক performance fix নিয়ে আসে। তাই গেম ও ফোনের সফটওয়্যার দুটোই আপডেট রাখা উচিত। এতে আপনার ফোন এবং গেম দুটাই High Optimization হয়ে যাবে।  

Storage এ পর্যাপ্ত জায়গা রাখুনঃ

ফোনের Storage full হয়ে গেলে Android তার virtual memory ব্যবহার করতে পারে না, ফলে গেম ল্যাগ করে। কমপক্ষে ২ GB ফাঁকা রাখুন, এবং বড় ভিডিও বা ফাইলগুলো SD কার্ডে রাখুন।এতে ফোন ভারী হবে না।


Background Data সীমিত করুনঃ

Play Store, WhatsApp বা অন্য অ্যাপ ব্যাকগ্রাউন্ডে অনেক ডেটা ব্যবহার করে এতে গেমে পিং বেড়ে যায়।
👉 তাই Settings এ যেয়ে → Data Usage এ যেয়ে  → তারপর নির্দিষ্ট অ্যাপের জন্য Background data off করে দিন। 

GFX Tools ব্যবহার করুন সতর্কভাবে ঃ

আপনার গেম যদি PUBG, Free Fire, BGMI টাইপের ব্যাটেল রয়াল গেম হয়, তাহলে GFX Tool ব্যবহার করে Graphics ও FPS টিউন করতে পারেন। তবে অতিরিক্ত ব্যবহার করলে আইডি BAN হতে পারে, তাই শুধু অফিসিয়াল Safe মোডে ব্যবহার করুন। 

শেষে কিছু কথাঃ

Root করা ঝুঁকিপূর্ণ — এতে ফোনের নিরাপত্তা ও ওয়ারেন্টি দুইই নষ্ট হয়।
তাই Root ছাড়াই উপরের টিপসগুলো ব্যবহার করলে আপনি সহজেই গেম পারফরম্যান্স অনেক বাড়াতে পারবেন।

লেখক: Rafi Intisar Ridoy

ওয়েবসাইট: Rafi Technology

তারিখ:১৯ অক্টোবর ২০২৫