Best YouTube Alternative Apps For Low End Devices 2025 In Bengali
![]() |
| Picture : Gemini Ai |
হেলো ভিজিটর কেমন আছেন সবাই?
আশাকরি সবাই ভালোই আছেন। আমাদের বাংলা ব্লগ Rafi Technology তে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা কথা বলবো পূরনো দিনের ফোন নিয়ে। আজকের বিশ্ব যেভাবে সময়ের সাথে এগিয়ে যাচ্ছে ঠিক সেভাবেই এগিয়ে যাচ্ছে স্মার্টফোনের জগত এবং সফটওয়ার আপডেট এবং ঠিক সেভাবেই তাল মিলিয়ে প্রতিনিয়ত আপডেট হচ্ছে স্মার্টফোনের মিডিয়া অ্যাপ গুলো। তার মধ্যে YouTube App Update অন্যতম।
Best YouTube Alternative Apps For Low End Devices 2025 কেন জরুরি :
এখন আসি Best YouTube Alternative Apps For Low End Devices 2025 কেন জরুরি? আসলে অ্যান্ড্রয়েড এর অ্যাপলিকেশন গুলি যেভাবে দিনের পর দিন আপডেট হচ্ছে তাতে পুরনো দিনের ফোনগুলোর পক্ষে এখনকার বেশিরভাগ অ্যাপ চালানো সম্ভব হচ্ছে না , তারমধ্যে YouTube App অন্যতম। আপনারা হয়তোবা ইতিমধ্যেই জেনে গেছেন যে অ্যান্ড্রয়েড ৮.০ এর পুর্বের ভার্সনগুলোতে এখন আর YouTube Latest Version সাপোর্ট নেই। তাই জন্য যাদের কাছে আগের ফোন আছে তারা কোনোভাবেই ইউটিউব অ্যাপ চালাতে পারছে না। তাই আজকের পোস্ট টি খুব গুরুত্বপুর্ন।
বেশি কথা না বাড়াই, আজকের টপিক Best YouTube Alternative Apps For Low End Devices:
আগে বলে নিই এই অ্যাপ টি অন্য আপগুলির চেয়ে আলাদা কেন?
- ওইগুলো অ্যাপ থার্ডপার্টি মোডারের মোড করা
- থার্ডপার্টি অ্যাড আসে, (যেমন Startapp,monetag,adsterra,unity etc)
- প্রচুর আপডেট আসে।
- আর তাছাড়াও ডাটা লিক এর ভয় থাকে, অটো স্ক্রিনশট ইনজেক্ট এর ভয় থাকে।
- আর আমি নিজেও ব্যবহার করতে পারি না।
তাই আজকে নিয়ে আসলাম Github Open source project এর একটা ইউটিউব অ্যাপ, কোনো ঝামেলা নাই, কোনো ভয় নাই।
অনেকেই বলবেন ভান্সেড চালান। তাদেরকে বলি ভান্সেড এর জন্য MicroG , Vanced Manager, Vanced YouTube লাগে।এতো কিছুর দরকার কি ভাই? তাছাড়াও Vanced yt এর সাইজ বড়ো, তাই Low-End ডিভাইসে চলতে অসুবিধা হয়।
আর এই অ্যাপ এ কিছুই লাগেনা, সাইজ কম, জাস্ট ইনস্টল করবেন আর চালাবেন।
How To Install YouTube In Low End Device 2025:
আজকে আমরা ইনস্টল করবো NewPipe App Latest Version. আর এই অ্যাপের সবচাইতে সুবিধার বিষয় হচ্ছে এই অ্যাপটি অ্যান্ড্রয়েড ৫.০ ভারসন থেকেই চলবে।
চলুন দেখে নিই কিভাবে ইনস্টল করতে হবেঃ
১। প্রথমে আমরা Google যেয়ে সার্চ করবো Newpipe YouTube App
![]() |
| Picture: Google |
২। তারপর আমরা প্রথমেই যে সাইট টি দেখতে পাচ্ছি সেটা Newpipe YouTube App এর অফিসিয়াল সাইট । আমরা এই সাইটে ক্লিক দিব।
![]() |
| Picture: Google |
৩। সাইটে প্রবেশ করার সাথে সাথেই আমরা Get Newpipe নামে একটা অপশন দেখতে পাবো, আমরা সেই Get Newpipe অপশনে ক্লিক দিব।
![]() |
| Picture: Newpipe Official |
ব্যাস আপনাদের কাজ এতোটুকুই , এখন আপনাদের ফোনে Newpipe app টি ডাউনলোড হয়ে যাবে। অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে শুধুমাত্র অ্যাপটি ইনস্টল করুন তাহলেই আপনারা আপনাদের Low End Device এ ইউটিউব চালাতে পারবেন।
আশাকরি আপনারা সবাই বুঝতে পেরেছেন। না বুঝলে কমেন্ট করেন।
For any support – Contact me ( টেলিগ্রাম )
আমার পোস্ট ছোট হলেও আমি লিখি, বড় হলেও আমি লিখি, AI দিয়ে লিখিনা। তাই কেউ দয়া করে বলবেন না পোস্ট ছোট কেন? পোস্টের বিষয়বস্তু শেষ হয়ে গেলে লেখা বাড়িয়ে লাভ নাই।
ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

.jpg)
.jpg)
.jpg)
0 মন্তব্যসমূহ