Top 10 Reasons That Slow Down Your Android Phone (Bangla Guide)

Android phone slow solution Bangla
Picture: Gemini AI



ফোন কেনার পর আমাদের প্রায় সবারই একটা অভিযোগ থাকে সেটা হচ্ছে "নতুন ফোন কিনেছি এক বছরও হয়নি, তারপরও ফোনটা অনেক স্লো হয়ে গেছে" 

আসলেই এই সমস্যাটা আমাদের সবার হয়ে গেছে। কিন্তু আপনারা হয়তো জানেন না যে আসলে ফোনের পারফরম্যান্স কমে যাওয়ার অন্যতম কারণ হলো ফোনের মধ্যে থাকা অপ্রয়োজনীয় ও হেভি অ্যাপ।অনেক সময় আমরা বুঝতেই পারি না যে, কোন অ্যাপগুলো ফোনের ব্যাটারি খেয়ে ফেলে, RAM দখল করে রাখে বা CPU-কে ওভার লোড দেয়। তাই আমরা আজকে বাংলায় আলোচনা করবো Top 10 Reasons That Slow Down Your Android Phone (Bangla Guide).

তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো -----

১. সোশ্যাল মিডিয়া অ্যাপ (Facebook, Instagram, TikTok ইত্যাদি):

Facebook, Instagram, TikTok এই অ্যাপ গুলোই আপনার এন্ড্রয়েড ফোন স্লো হওয়ার সবচেয়ে বড় কারণ। কারণ ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাপ ব্যাকগ্রাউন্ডে একের পর এক আপডেট নিতে থাকে, আবার নোটিফিকেশন পাঠায়, এবং প্রচুর cache memory ব্যবহার করে।

সমাধান:
  • এই অ্যাপগুলোর Lite version ব্যবহার করবেন (যেমন Facebook Lite, Instagram Lite) তাহলে ফোনের জায়গা কম ঘেরবে সাথে ফোনের স্টোরেজ ও  ফাকা থাকবে। 
  • অথবা Chrome দিয়ে ব্রাউজারে চালাতে পারেন। 

২. ভিডিও স্ট্রিমিং অ্যাপ (YouTube, Netflix, MX Player ইত্যাদি):

YouTube, Netflix, MX Player এই অ্যাপগুলোও ফোনের RAM, CPU এবং Data সবই বেশি খরচ করে। বিশেষ করে HD/4K ভিডিও দেখলে ফোনের Processor অনেক সময় গরম হয়ে যায় এবং স্লো স্লো লাগে।

সমাধান:
  • ভিডিও কোয়ালিটি সবসময় 480p বা 720p রাখুন। 
  • যদি পুরনো ফোন হয়, তাহলে RTube বা  YouTube Lite টাইপ হালকা অ্যাপ ব্যবহার করতে পারেন। 
  • বা আমার এই পোস্ট টি দেখে আসতে পারেনঃ Best YouTube Alternative Apps For Low End Devices 2025 In Bengali.

৩. Heavy গেমস (PUBG, Free Fire, COD Mobile ইত্যাদি):

PUBG, Free Fire, COD Mobile সহ সকল ব্যাটেল রয়াল গেম ফোনের জন্য এক একটা Resource Killer! 
এই গেমগুলো ২–৩GB RAM ব্যবহার করে, যার জন্য ফোনের অন্য অ্যাপগুলো স্লো হয়ে যায় এবং ফোনও অনেক স্লো হয়ে যায়।

সমাধান:
  • প্রথমেই আমার সাজেশন থাকবেঃ গেমগুলো খেলার পর “Force Stop” করে ফেলুন। 
  • পারলে Game Booster অ্যাপ ব্যবহার করতে হবে, তবে অবশ্যই Trusted সোর্স থেকে ব্যবহার করতে হবে। 

৪. Junk Cleaner ও Fake Booster অ্যাপঃ

বাজারে প্রচুর Phone Cleaner, Battery Saver, Speed Booster” নামে ভুয়া এবং ফালতু অ্যাপ আছে। যেগুলো আসলে ব্যাটারি সেভ তো করে না বরং ব্যাকগ্রাউন্ডে বিজ্ঞাপন লোড করতে ব্যস্ত থাকে ও বিভিন্ন প্রকারের পার্সোনাল ট্র্যাকিং করে ফোনকে স্লো করে দেয়।

সমাধান:
  • পারলে Google Files অ্যাপ ব্যবহার করুন কারণ এটা ট্রাস্টেড এবং আসলেই অনেকটা ক্লিনারের মতো কাজ করে।
  • Phone Cleaner, Battery Saver, Speed Booster এই ধরনের অচেনা ক্লিনার অ্যাপ এড়িয়ে চলুন। 

৬. নিউজ ও শপিং অ্যাপ (Dailyhunt, Amazon, Daraz, AliExpress ইত্যাদি):

Dailyhunt, Amazon, Daraz, AliExpress এর মতো নিউজ ও ই-কমার্স অ্যাপগুলোও প্রতিনিয়ত ব্যাকগ্রাউন্ডে ডাটা রিফ্রেশ করে। যেমনঃ  হোমপেজের অফার, নোটিফিকেশন, বা নতুন পণ্য লোড নিতে থাকে যার ফলে ফোনের RAM ও নেটওয়ার্ক উভয়ই ব্যস্ত হয়ে পড়ে।

সমাধান:
  • এই অ্যাপগুলোর ব্যাকগ্রাউন্ড ডাটা বন্ধ করে দিতে হবে।
  • পারলে Chrome বা Brave Browser ব্রাউজারে ব্যবহার করতে হবে। এতে ফোনে অতিরিক্ত অ্যাপ ইনস্টল করতে হবে না এবং ফোন ফাস্ট থাকবে। 

৭. অ্যাপ অটো-আপডেট হওয়াঃ

এখন অধিকাংশ ফোনেরই আগে থেকেই একটা ফিচার চালু থাকে যা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ অটো আপডেট হয়ে যাওয়া, যার ফলে ফোনের ডাটা এবং প্রসেসর এর ওপর লোড বাড়ে। এটা হয়তো অনেকেই খেয়াল করে না, কিন্তু Google Play Store অনেক সময় ব্যাকগ্রাউন্ডে সব অ্যাপ আপডেট করতে থাকে।

সমাধান:
  • প্রথমে এইভাবে অটো আপডেট অ্যাপ বন্ধ করে নেন ঃ Play Store → Settings → Network Preferences → Auto-update apps → “Don’t auto-update apps” সিলেক্ট করে নেন তাহলেই হলো। 
  • প্রয়োজনীয় অ্যাপগুলি নিজের সময় অনুযায়ী ম্যানুয়ালি আপডেট করবেন।

৮. অপ্রয়োজনীয় Pre-installed অ্যাপ (Bloatware):

ফোন কিনলেই দেখবেন কিছু অ্যাপ আগে থেকেই ইনস্টল হয়ে থাকে যেগুলো আমরা কখনোই ব্যবহার করি না। এগুলোই Bloatware নামে পরিচিত, আর এই অ্যাপগুলোই অনেক সময় ফোনের বেশি RAM, Storage ও CPU খরচ করে ফোনটাকে স্লো করে দেয়।

সমাধান:
  • Bloatware অ্যাপগুলো লং প্রেস করে ধরে রেখে App Info তে যেয়ে ডিজেবল করে দিন।
  • আপনারা চাইলে Root ছাড়া “ADB Tool” দিয়ে Uninstall করাও সম্ভব তবে সাবধানে করতে হবে। 

৯. অজানা Background Services বা বিজ্ঞাপন অ্যাপঃ 

কিছু ফ্রি অ্যাপের মধ্যে বিজ্ঞাপন সার্ভিস বা ট্র্যাকার লুকানো থাকে , যা ফোনের ব্যাটারি ও স্পিড উভয়ই কমিয়ে দেয়। এই অ্যাপগুলো অটোস্টার্ট অ্যাপের মতো করে কাজ করে তাই এগুলো ফোন চালু হওয়ার সাথে সাথেই নিজে থেকে ব্যাকগ্রাউন্ডে চলতে লাগে যার ফলে ফোন স্লো হয়ে যায়।

সমাধান:
  • শুধুমাত্র Play Store থেকে অ্যাপ ডাউনলোড করতে হবে। 
  • ফোনের ব্যাটারি সেটিং এ যেয়ে  “Battery Usage” রিপোর্ট দেখে সন্দেহজনক অ্যাপগুলো আনইনস্টল করেদিন।

১০. Duplicate Utility অ্যাপঃ

একই কাজের জন্য একাধিক অ্যাপ রাখলে ফোন অযথা স্লো হয়ে যায়। যেমন— তিনটা ব্রাউজার, চারটা মিউজিক প্লেয়ার, দুইটা ফাইল ম্যানেজার ইত্যাদি। 

সমাধান:
যেকোনো কাজের জন্য একটি অ্যাপই ইনস্টল করে রাখুন।
বাকিসব ডুপ্লিকেট অ্যাপগুলো ডিলিট করে দিন। 

এখন আসি কিভাবে বুঝবেন ফোনের কোন অ্যাপ বেশি RAM খরচ করছে?

এটা দেখা খুব সহজঃ
  • Settings → Battery → App Usage এ গেলে সহজেই দেখতে পারবেন কোন অ্যাপ সবচেয়ে বেশি ব্যাটারি ও প্রসেসর ব্যবহার করছে।
  • ফোনের Developer Options” চালু করে “Running Services” থেকেও অ্যাপের RAM  চেক করতে পারেন। 

শেষ করার আগে কিছু কথাঃ 

ফোন স্লো হওয়ার আসল কারণ সবসময় ফোন নয়  বরং আমরা নিজেরাই কিছু ভুল অ্যাপ ব্যবহার করে ফোনটাকে ভারি করে ফেলি।
আজকের আলোচনায় যেসব তুলে ধরা হলো সেই অনুযায়ী কাজ করলে আপনার ফোনের স্পিড ৩০–৪০% পর্যন্ত বেড়ে যাবে কোনো সফটওয়্যার ইনস্টল না করেই।

লেখক: Rafi Intisar Ridoy

ওয়েবসাইট: Rafi Technology

তারিখ: অক্টোবর ২০২৫